সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কোনো কারণ ছাড়াই স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সিরাজুল ইসলাম ওই উপজেলার কুমরপুর আলিয়া মাদরাসার সহাকরী শিক্ষক ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তার স্ত্রী রওশন আরা গুরুতর অবস্থায় বর্তমানে রামেক হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।
রওশন আরার ভাই হাফিজুর রহমান বলেন, প্রায় সাত বছর আগে আমার বোনকে সিরাজুলের সঙ্গে বিয়ে দেই। বিয়ের কিছুদিন পর থেকেই সে আমার বোনকে মারধর করতে শুরু করে। এর আগে দুইবার প্রেমতলী ফাঁড়িতে সালিস বসিয়ে এ বিষয়ে মীমাংসা করা হয়েছে। তবু নির্যাতন থামায়নি সিরাজুল।
তিনি আরো বলেন, শুক্রবার সকালে কোনো কারণ ছাড়াই লোহার রড ও শক্ত লাঠি দিয়ে রওশন আরার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সে। সইতে না পেরে রাস্তায় বের হয়ে আসে আমার বোন। সেখানে গিয়েও তাকে মারধর করে সিরাজুল। পরে স্থানীয়রা রওশন আরাকে উদ্ধার করে প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে রামেক হাসপাতালে হস্তান্তর করেন।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বলেন, নির্যাতনের ঘটনাটি জানি। ভুক্তভোগী রওশন আরা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply