রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনিমেশ বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আমুয়ার উত্তর পাড় ভাড়াটিয়া বাসা থেকে উদ্ধার করছে কাঠালিয়া থানা পুলিশ। অনিমেশ বিশ্বাস উপজেলার ছোনাউটায় উপ সহকারি কৃষি কর্মকর্তার দায়িত্বে ছিলেন। সে আমুয়া বন্দর এলাকার জাহাঙ্গীরের (ভাড়া) বাসায় স্ব-পরিবারে বসবাস করতেন। অনিমেশ যশোহর জেলার বাজারপাড়া গ্রামের অরেবন্ধু বিশ্বাস ছেলে।
মঙ্গলবার সকালে গোসল খানায় গোসল করতে গিয়ে গলায় গামছা লাগিয়ে আড়ার সাথে ফাঁস দেয় বলে তার পরিবার জানিয়েছে।
কাঠালিয়া থানার পরিদর্শক (ওসি) জানান, এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটানাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে তদন্ত করে আত্মহত্যার করেছে বলে মনে হচ্ছে বলে জানান ওসি।
অনিমেশ বিশ্বাসের পিতা অরেবন্ধু বিশ্বাস ও কৃষি অফিসসূত্রে জানাগেছে, অনেকদিন ধরেই অনিমেষ মানুষিক অসুস্থ্যতায় ভূগছিলেন। ইতোপূর্বে অনিমেষ বিশ্বাস একবার কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েও চিকিৎসায় তখন বেচে যায়।
Leave a Reply