বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ ঈদকে সামনে রেখে মাদক কারবারীরা বিভিন্ন মাধ্যমে মাদকের মজুদ করছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকায় প্রতিদিনই মাদক উদ্ধার হচ্ছে। কাউনিয়া থানা পুলিশ নগরীর ৩নং ওয়ার্ডের মতাসার এলাকা থেকে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
গত শনিবার ভোর রাত ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ার্ডে মতাসার দ্বিতীয় ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারী সজল বেপারী (২৫) কে মটর সাইকেলযোগে ফেন্সিডিল বহন করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে।
এ সময় তার কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং মাদক বহনের কাজে ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করে (যার নম্বর বরিশাল-ল-১১-২৬৯২)। অভিযানে নেতৃত্ব দেয়া এসআই জসিম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মতাসার এলাকায় ফেন্সিডিলের চালান নিয়ে যাওয়া হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে এসআই হাবিব, পিএসআই মিজান, এএসআই ফিরোজ, এএসআই হালিম ও এএসআই মাহাবুবকে নিয়ে মতাসার দ্বিতীয় ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালাই। এ সময় ২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সজল বেপারীকে আটক করেন তারা।
এছাড়া ফেন্সিডিল বহনকারী মটর সাইকেলটি জব্দ করা হয়। আটককৃত সজল বেপারী ওই এলাকার আনিচ বেপারীর ছেলে। জানা গেছে, আটককৃত সজলের বাড়ি চরবাড়িয়ায় হলেও নানা বাড়ি মতাসারে থাকে সে।
এ ঘটনায় আটককৃতকে আসামী করে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর (৩১/১৯)। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অনুযায়ী আমরা তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মাদক উদ্ধারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply