রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥ পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বরিশালে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় কাউনিয়া থানা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) গোলাম কবির, সেকেন্ড অফিসার তানজিল আহম্মেদসহ থানার অন্যান্য অফিসার ও সদস্যরা।
কাউনিয়া থানার ওসি আনোয়ার হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে-তে উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং সদস্যরা, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী সহ বিভিন্ন এলাকার নানা শ্রেণী-পেশার মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।
প্রধান অতিথি উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর মল্লিক অত্যন্ত মনোযোগ সহকারে উপস্থিতিদের বক্তব্য শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি তার বক্ত্যবে জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাসী কর্মকান্ড, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধ সহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
Leave a Reply