মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো: মাহবুবুর রহমান’র আলোচিত ভাগ্নে মো: রুহুল আমিন’র নামে আড়াই কোটি টাকা ঋন নিয়ে প্রতারনার অভিযোগে চেক ডিজ অনার আইনে মামলা হয়েছে। বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত বৃহস্পতিবার (২০জুন) মামলাটি আমলে নিয়ে রুহুল আমিনের নামে সমন জারির আদেশ প্রদান করেন। ন্যাশনাল ব্যাংক লিমিটেড কুয়াকাটা শাখার পক্ষে ব্যবস্থাপক রুমি এমরাজ রশিদ এ মামলা দায়ের করেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, আসামী রুহুল আমিন তার ব্যবসা সম্প্রসারনের জন্য ন্যাশনাল ব্যাংক লিমিটেড কুয়াকাটা শাখা থেকে গত ৩ আগষ্ট ২০১৭ আড়াই কোটি টাকা ঋন গ্রহন করেন। এরপর আসামী আদৌ কোন টাকা পরিশোধ না করায় ৩১ মার্চ ২০১৯ পর্যন্ত ব্যাংক মুনাফা সহ তার নিকট তিন কোটি আট লক্ষ সাইত্রিশ হাজার সাতশত তেষট্টি টাকা পাওনা হয়। ব্যাংক বার বার তলব তাগাদা দিলে আসামী ১লা এপ্রিল ২০১৯ ব্যাংকের অনুকূলে তার পরিচালনাধীন ব্যাংক হিসাবের একটি চেক স্বাক্ষর করে প্রদান করেন।
কিন্তু ওই ব্যাংক হিসাবে পর্যাপ্ত তহবিল না থাকায় চেকটি ডিজ অনার হয়। পরবর্তীতে ব্যাংক নিযুক্তীয় কৌশলীর মাধ্যমে উকিল নোটিশ প্রদান করার পরও আসামী প্রতারনার আশ্রয় নিয়ে নোটিশের জবাব কিংবা টাকা পরিশোধ না করলে ব্যাংক কর্তৃপক্ষ বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করেন।
প্রসংগত; দুর্নীতি দমন কমিশন, দুদকের নজরদারী এড়িয়ে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো: মাহবুবুর রহমান’র আলোচিত ভাগ্নে মো: রুহুল আমিন গত দশ বছরে রহস্যজনক ভাবে বিপুল বিত্ত বৈভবের মালিক বনে যান। এছাড়া ক্ষমতার দাপটে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋন নিয়ে দেশ-বিদেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের গুঞ্জন চলমান।
Leave a Reply