সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন। মাঠে-ঘাটে কাজ করতে পারছেন না শ্রমজীবীরা। এমনকি বৈদ্যুতিক পাখায়ও স্বস্তি মিলছেনা। শনিবার কলাপাড়ায় দুপুর পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’একদিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে তাপমাত্রা বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন গ্রামে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। এক সপ্তাহে দুই শতাধিক রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে অধিকাংশই শিশু ও বৃদ্ধা। এছাড়া প্রতিদিন ডায়রিয়ার রোগী বৃদ্ধি পাচ্ছে। গরম বেড়ে যাওয়াই এর কারণ বলে ধারনা করছেন চিকিৎসকরা।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল শনিবার দুপুর পর্যন্ত ৮০ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত দুইদিনে সিরাজুল হক (৬০), রিপা বেগম (৩৫), সেলিম মুসুল্লি (৬০), মলিনা রানী (৫০), শাহিনূর বেগম (৩৫), আরাফাদ দফাদার (২), মেহেদী হাসান (২), ওমর ফারুক (১), নিয়াজ মোশেদ (৩), মাকছুদা বেগম (৩০), কেয়া বেগম (২৪), রেহেনা বেগম (৩৫), সোহান মিয়া (৩), মিথিলা (৩), রাব্বি (২), জাকারিয়া মৃধা (২১) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা দেছে, গরম সহ্য করতে না পেরে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ৫০ শষ্য বিশিষ্ট হাসপাতালটিতে অনেক রোগী সিট না পেয়ে মেঝেতে চিকিৎসা নিতে দেখা গেছে। প্রতিদিনই নতুন নতুন রোগী চিকিৎসা নিতে আসছে। এর ফলে চিকিৎসকরাও হিমসিম খাচ্ছেন। তবে রোগীদের অভিযোগ সব ঔষধই বাহির থেকে কিনতে হচ্ছে।
ডাক্তার রেফায়েত হোসাইন জানান, গরমের কারনে ডায়রিয়া রোগীর সংখ্যা একটু বেড়েছে। আমরাও রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। ডায়রিয়া হলে ওরস্যালাইন খেলেই ভাল হয়ে যায়। তবে পঁচাবাসি ও বাইরের খাওয়া পরিহার করার পরামর্শ দেন তিনি।
Leave a Reply