বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ পাঁচ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (২৩ নভেম্বর) গভীর রাতে বিশেষ অভিযানে এসব জব্দ করা হয়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে কোস্ট গার্ডের নিজামপুর স্টেশনের সদস্যরা কলাপাড়া থানাধীন লালুয়ার চান্দুপাড়া এলাকার সমুদ্রঘেঁষা অংশে অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং প্রায় দুই লাখ টাকা মূল্যের দুটি ট্রলিং জাল উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটে থাকা পাঁচ জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ট্রলিং বোটের ভেতরে থাকা সরঞ্জামাদি অপসারণ করা হয়। কোস্ট গার্ড জানায়, জব্দকৃত বোট, জাল এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সাগরে অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস করছে। এ ধরনের অপরাধ দমন ও মৎস্য সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সূত্র বলছে, সমুদ্রে নিষিদ্ধ পদ্ধতিতে মাছ ধরার কারণে ছোট মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোস্ট গার্ডের নিয়মিত অভিযান তাদের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
Leave a Reply