রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে মঙ্গলবার বরিশাল জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।বরিশাল সিটি করপোরেশনসহ ১০ উপজেলায় এই ত্রাণ বিতরণ করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম জেলা পরিষদ কার্যালয়ে অসহায় মানুষের হাতে তা্রণ তুলে দিয়ে কার্যক্রম শুরু করেন।
তিনি জানান, দু’ হাজার মানুষের মাঝে এ সহায়তা পৌঁছে দিচ্ছে পরিষদের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান, জেলা পরিষদের সদস্য মোঃ মনুওয়ারুল ইসলাম অলি, সদস্য জিল্লুর রহমান মিয়া, সদস্য সহিদুল ইসলাম হাওলাদার, সেলিনা বাদল প্রমুখ।
Leave a Reply