শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপির উদ্যোগে প্রচারণা চালানো হয়েছে। রবিবার প্রতিমন্ত্রী’র পক্ষে প্রচার নগরীতে অভিযানে নেতৃত্ব দেন বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন।
সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হল থেকে প্রচার অভিযান শুরু হয়। সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ এর মধ্য দিয়ে শুরু হয় করোনা প্রতিরোধে প্রচার অভিযান। নগরীর সদর রোডে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। মাইকের মাধ্যমে চলে করোনা প্রতিরোধে প্রচারণা।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীর, বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন জানান, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অব) জাহিদ ফারুক এমপি এর পক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও হ্যান্ডগ্লোভস সহ সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশন ও সদর উপজেলার দশটি ইউনিয়নে একযোগে এ প্রচার অভিযান চলছে বলেও জানান তিনি।
Leave a Reply