সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস পরিস্থিতিতে সবাইকে মানবিক আচরণ করার আহ্বান জানিয়ে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম-বিপিএম (বার), পিপিএম বলেছেন, করোনা রোগীকে ঘৃণা বা পরিত্যাগ না করে স্বাস্থ্যবিধি মেনে তাকে সহযোগিতা করতে হবে। দেশের এই ক্রান্তিকালে নিজের এবং দেশের স্বার্থেই আমাদের বাড়িতে থাকতে হবে। জীবনের চেয়ে মুল্যবান কিছুই নেই৷ সরকারি সকল নির্দেশনা মেনে চলা আমাদের সবার দায়িত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক দুটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ আহ্বান জানান। ফেসবুক স্ট্যাটাসে ডিআইজি মো. শফিকুল ইসলাম লিখেছেন,, ‘আমরা সবাই জানি বাংলাদেশসহ পুরো পৃথিবী মহাসংকটকাল অতিক্রম করছে।
এই ক্রান্তিকালে আমাদের সবারই মানবিক আচরণ করা প্রয়োজন। করোনা রোগীকে ঘৃণা বা পরিত্যাগ নয়, স্বাস্থ্যবিধি মেনে তাকে সহযোগিতা করতে হবে। যে কোন সময় আমি-আপনিও এই রোগে আক্রান্ত হতে পারি। আর করোনার লক্ষণ দেখা দিলে তা গোপন না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঘরে থাকা, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ সরকারি সকল নির্দেশনা মেনে চলা আমাদের সবার দায়িত্ব। সবার সুস্থতা কামনাকরছি।’
আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছেন,, ‘করোনা ভাইরাসের করাল থাবা থামেনি। বিশ্ববাসির ঘুম হারাম করে কোভিড-১৯ তার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কেন যেন একটু ঢিলেঢালা হয়ে যাচ্ছি। অপ্রয়োজনীয় মুভমেন্ট বাড়ছে। পুলিশসহ সংশ্লিষ্টরা হিমশিম খাচ্ছে এগুলো সামাল দিতে। চিকিৎসা, কৃষি উৎপাদন, জরুরি ক্রয়, সরকার অনুমোদিত অফিস ও সেবাকাজসহ গুরুত্বপূর্ণ প্রয়োজন ব্যতীত অবশ্যই আমাদের বাড়ির বাইরে যাওয়া উচিৎ নয়। জীবনের চেয়ে মুল্যবান কিছুই নেই৷ নিজের এবং দেশের স্বার্থেই আমাদের বাড়িতে থাকতে হবে। আর আমরা অন্যকে সহযোগিতা করতে সাধ্যমত চেষ্টা করবো।’
Leave a Reply