শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিতে ভোলায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় মাস্ক না পরায় ৩১ জনকে জরিমানা করা হয়।
বুধবার (৩১ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রিদুয়ানুল ইসলাম ও সহকারী কমিশনার ইউসুফ হাসান নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে প্রধানমন্ত্রীর কার্যলয়ে ১৮ দফা নির্দেশনা দেয়। এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ভোলার জেলা প্রশাসক মো.তৌফিক-ই-লাহী চৌধুরী নেতৃত্বে করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়।
মাস্ক বিহীন ৩১ জনকে ৭ হাজার ১০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি জনসাধারণের মাঝে প্রায় ৪০০ মাস্ক বিতরণ করা হয়।
Leave a Reply