বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক॥ বরিশালের ছেলে রাজধানীতে মানবসেবা করে অসাধারণ ব্যক্তিত্বর সম্মান অর্জন করেছে।সরকারি ছুটিতেও অন্যদের ন্যায় বাড়ি না ফিরে সরকারের দেয়া নির্দেশনা মেনে ঢাকায় অবস্থান করে মানবসেবায় জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে সাধারণদের দ্বারে দ্বারে ঘুরে বিনামূল্যে মাস্ক বিতরন করছে।নাম মোঃ ফেরদাউছ সিকদার, জিনিয়াস ফেরদাউছ নামে পরিচিত। পেশায় একজন চাকরিজীবী। গণস্বাস্থ্য কেন্দ্রের, সাব সেন্টার গাজীপুর ১নং ওয়ার্ডের পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের আইটি বিভাগে কর্মরত আছেন। কর্মরত অবস্থায় পাশাপাশি মানব সেবায় নিয়োজিত আছেন তিনি।
যেখানে সারাবিশ্ব করোনা ভাইরাস মহামারি ধারন করায় আতঙ্কিত বিশ্ববাসী, বাংলাদেশেও রয়েছে এর আতঙ্ক। সারাদেশে বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইতিমধ্যে বন্ধের ঘোষনা করেছে সকল মার্কেট শপিং মল, এছাড়াও দেশের বিভিন্ন জেলা গুলোর উপজেলা লগডাউন করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক। এই মহামারি করোনা ভাইরাসের এখনো কোন ঔষধ আবিষ্কার হয়নি, বর্তমানে বিশ্বস্বাস্থ্য সংস্থা এর কিছু বিকল্প উপায় বলেছেন তার মধ্যে সবাইকে কিছুক্ষণ পর পর সাবান দিয়ে অন্তত (২০ সেকেন্ড হাত পরিষ্কার করার বলা হয়েছে) আরো বলা হয়েছে নিয়মিত মাস্ক ব্যবহারের কথা।
এছাড়াও রয়েছে বিভিন্ন সচেতনতার বার্তা। এরি ধারাবাহিকতায় জিনিয়াস ফেরদাউছ সাধারণ মানুষের কথা চিন্তা করে তিনি তার নিজ উদ্যোগে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির দ্বারা ইতি মধ্যে ৪শ’র মত মাস্ক সংগ্রহ করে গাজীপুর ১নং ওয়ার্ডে থাকা দিন মজুরি খেটে খাওয়া মানুষ, গার্মেন্টস শ্রমিকদ, ভ্যান চালক, কাঁচা মালের দোকানীসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে মাস্কগুলো সুন্দরভাবে বিতরন করেন। গতকাল পানিশাইল গ্রামের স্থানীয় প্রতিনিধিদের সাথে নিয়ে নিজ উদ্যোগে হাত পরিষ্কার কর্ণার তৈরি করে গণস্বাস্থ্য মোড়ে একটি পানির ড্রাম বসিয়েছে।
তারকাছে এই মানবিক কাজের কথা জানতে চাইলে বলেন, প্রথমত বাংলাদেশ সারাবিশ্বের দরবারে চিকিৎসা সেবায় পিছিয়ে রয়েছেন, করোনা ভাইরাস মোকাবেলার জন্য দেশের ডাক্তার ও নার্স হাসপাতালের স্টাফসহ নিরাপত্তা সামগ্রী পিপিই পাননি। হাসপাতালের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সবমিলিয়ে এখন হতাশার মধ্যে রয়েছে বাংলাদেশের সবাই। দেশে অনেক ধনি মানুষ থাকলেও কেউ আসছেননা কারো সহযোগিতায়। এই কথা ভেবে জিনিয়াস ফেরদাউছ মানবসেবায় নিয়োজিত হন। তকর একটাই উদ্দেশ্য তার দেখাদেখি যেন অন্যরাও সাধারণত মানুষের পাশে দাড়ান।
জিনিয়াস ফেরদাউছ আরো বলেন, এই মানবিক কাজের সময়ে তাকে অনেকে উৎসাহিত করেন। তিনি বলেন দেশের সনামধন্য প্রতিষ্ঠান, ধনিরা আজ ঘরে বসে ফেইসবুকে জনসেবা করছেন। তারা সবাই যদি সাধারণ মানুষের পাশে দাড়ান তবে দেশের জন্য মঙ্গল হবে।তিনি এবিষয়ে আরো বলেন, আগামীকাল হয়তো আরো কয়েকটি হাত ধোয়ার পানির ড্রাম ও মাস্ক বিতরন করবেন এবং করোনা ভাইরাস মোকাবেলায় ক্লান্তিহীন কাজ করে যাবে সাধারণ মানুষের জন্য।
এদিকে বরিশাল নগরীতে জনপ্রতিনিধিদের সরকারের নির্দেশনা মোতাবেক জনসচেতনতামূলক কার্যক্রম চোখে না পরায় অবহেলিত এ বরিশাল নগরীতে সেচ্ছাসেবী হিসেবে মানবতা থেকে নগরীর বেশ কয়েক পয়েন্টে সাবান দিয়ে হাত ধৌত করার জন্য সাবান পানির ব্যবস্থা এবং বিনামূল্যে মাস্ক বিতরণ এবং সাধারণ মানুষদের সচেতন করতে বিভিন্ন ভাবে তাদের ঘরে থাকার পরামর্শ এবং সাদ্ধ অনুযায়ী সাহায্য সহযোগিতা করার কার্যক্রম শুরু করে ব্যপক ভাবেই বরিশালে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে বরিশালের জনপ্রিয় দৈনিক দেশ জনপদ পত্রিকার সম্পাদক মির্জা রিমন।
তিনি নগরীর আমিরকুটির রোডের সম্মুখে সাবান দিয়ে হাত ধৌত করার জন্য ব্যক্তিগত উদ্যোগে এলাকার বিভিন্ন স্থানে এমন ব্যবস্থা গ্রহন করেছে। তার দেখা দেখি বরিশালের অনেক তরুন যুবক ও নানা শ্রেণি-পেশার মানুষ তাদের স্ব স্ব এলাকাতেও এমন উদ্যোগ নিয়েছে। বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা ছামির তার বন্ধু মহল নিয়ে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন মসজিদে ওযুর স্থানে সাবান দিয়ে করোনা ভাইরাসের সংক্রমণের থেকে রক্ষা পাওয়ার জন্য জনসাধারণের জন্য এমন কাজ করাতে প্রশংসীত হয়েছে।
Leave a Reply