মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখানে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিলো উপজেলা প্রশাসন। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ ও দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন। জানা যায়, উপজেলার চর খলিফা ৩ নং ওয়ার্ডের জামাল মৃধা বাড়ির মো. কবির হোসেনের ছেলে মো. ইলিয়াছ গত ১৪ মার্চ ঢাকায় বিয়ে করেন। সেই অনুষ্ঠানের অংশ হিসেবে আজ তাদের বাড়িতে বৌভাত হওয়ার কথা ছিলো।
কিন্তু দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারিভাবে সকল অনুষ্ঠান বন্ধ থাকায় সকালে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি এসে তাদের এ বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দেয়। এসময় তারা করোনা সংক্রমণ ঠেকাতে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ বলেন, দেশব্যাপী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারিভবে সকল সভা সমাবেশ ও জন সমাগম নিষিদ্ধ। এরই অংশ হিসেবে এ বিয়ের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। করোনা মোকাবেলায় সকল জনসাধারণকে সচেতন হওয়ার আহবান জানান এ কর্মকর্তা।
Leave a Reply