শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগের দুই হাজার ৪৭২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ২৩৯ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে। এরআগেও ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আনা হয়েছিলো ২৩৮ জনকে। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।
অপরদিকে বিভাগে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত কোয়ারেন্টিন শেষ করেছেন ৬৯৭ জন এবং গত ২৪ ঘণ্টায় শেষ করেছেন ১৬৩ জন। বাসুদেব কুমার জানান, কোয়ারেন্টিনে থাকা অধিকাংশরাই প্রবাসী।
এ ছাড়া বরগুনা ও বরিশাল শেবাচিম হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা চারজন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং শেবাচিমে নতুন করে করোনা সন্দেহে ভর্তি হয়েছেন আরও দুইজন। তবে বরিশাল বিভাগে এখন পর্যন্ত কারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
Leave a Reply