শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মানুষ সঠিক রিপোর্ট না পাওয়ার ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের যাচাই না করার বিষয়ে প্রতিষ্ঠানটি বলছে, সরল বিশ্বাসে করোনা পরীক্ষার অনুমতি দিয়ে এখন তারা বেকায়দায় পড়েছে।
রিজেন্ট এবং জেকেজির কেলেংকারির পর স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন বিবৃতি দেওয়া হয়। প্রতিষ্ঠানটির মতে, একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তর প্রতারিত হয়েছে।
বলা হয়, ওভাল গ্রুপ স্বাস্থ্যসেবা সপ্তাহ ২০১৮-এর ইভেন্ট এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের একাধিক ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করে। ওভাল গ্রুপের প্রতিষ্ঠান জেকেজি বুথ স্থাপন করে করোনার নমুনা পরীক্ষা করতে চায় বলে জানায়। তারা বলে, এ জন্য স্বাস্থ্য অধিদফতর বা সরকারকে কোনও অর্থ দিতে হবে না।
ধারণাটি ভালো এবং প্রতিষ্ঠানটির কাজের সঙ্গে পূর্ব অভিজ্ঞতা থাকায় জেকেজিকে অনুমতি দেওয়া যায় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতর মনে করেছে। কিন্তু সে প্রতিষ্ঠানটি প্রতারণা করতে পারে এমন ধারণা আদৌ ছিল না।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আয়েশা আক্তার বলেন, দুর্নীতি করে কেউ পার পাবে না, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সরল বিশ্বাসে রিজেন্ট এবং জেকেজিকে কাজ দিয়ে আমরা প্রতারিত হয়েছি।
Leave a Reply