বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশালে বিভাগে ৯০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। তিনি জানান, কোয়ারেন্টাইনে থাকা ৯০ জনের সবাই প্রবাসী। কোয়ারেন্টাইনে থাকা লোকজনদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী। পাশাপাশি এদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কাজে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহায়তা করছে।
বিভাগের ছয় জেলার হিসাব অনুযায়ী, বরিশালে ২৬ জন, ভোলায় ছয়জন, পিরোজপুরে ১৯ জন, পটুয়াখালীতে ২১ জন, বরগুনায় আটজন ও ঝালকাঠিতে ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Leave a Reply