শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে প্রথমবারের মতো কোনো এক রোগীকে ভর্তি করা হয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম)।মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৩টায় শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে জ্বর নিয়ে যান ওই রোগী। পরে সেখান থেকে চিকিৎসক তাকে হাসপাতালের মেডিসিন ইউনিট-৪-এ পাঠান। এরপর সন্ধ্যার দিকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ওই রোগীকে হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রোগীর দেওয়া তথ্যানুসারে চিকিৎসক সন্দেহ করে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করেছেন। তবে পরীক্ষা নিরীক্ষা না করা পর্যন্ত তার আসলে কী সমস্যা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। ‘মুঠোফোনে ওই রোগীর স্ত্রী জানান, তাদের বাড়ি ভোলার সদর উপজেলায়। পেশায় কাভার্ডভ্যান চালক ওই ব্যক্তি পরিবার নিয়ে চট্টগ্রামে থাকেন। গত ৫দিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট থাকায় চট্টগ্রাম থেকে আজ সকালে ভোলায় নিজ বাড়িতে যান তিনি।
Leave a Reply