মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা পর্যবেক্ষণ ইউনিটের ব্যবস্থাপনা নিয়ে ভয়াবহ অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে- শেবাচিম হাসপাতালের করোনা পর্যবেক্ষণ ইউনিটেন জন্য বরাদ্দকৃত লিফটের জায়গায় অতিরিক্ত মাত্রায় ময়লার স্তুপ তৈরি হচ্ছে। শুধু তাই নয় সম্প্রতি করোনা রোগীদের সেবায় তৈরি হওয়া এই ইউনিটের টয়লেটেরও বেহাল দশা। টয়লেটের চারপাশে পড়ে আছে ব্যবহারের মাস্কসহ বিভিন্ন ধরনের ময়লা।
অভিযোগ উঠেছে- সরকার যেখানে করোনা ঠেকাতে স্বাস্থ্যবিধির উপর সবচেয়ে বেশি গুরত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সেখানে করোনা ইউনিটের এমন অবস্থায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ভয়াবহ এমন কিছু অভিযোগ নিয়ে ফয়সাল খন্দকার রাজন নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন। তা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- করোনা অবজার্ভেশন ইউনিট, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনার চিত্র। সুস্থ মানুষের ও অসুস্থ না হয়ে উপায় নাই। হতভম্ভ হওয়ার মত বিষয়, পুরো নতুন বিল্ডিং করল কিন্তু প্রায় ২০০ শতাধিক ভর্তি রোগী, আত্নীয় ও বহির্বিভাগের রোগির জন্য টয়লেট একটা নোংরা টয়লেট যাতে ২ দিন যাবৎ পানি নাই। এ বলে ওর কথা। রোগী রেখে কত দৌঁড়ানো যায়। আমার ষাটোর্ধ বয়সের শ্বাসকষ্টের বাবা অক্সিজেনের সিলিন্ডার আর পানির বোতল নিয়ে বাথরুমে যায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আর আসে টয়লেটের ময়লা সারা পায়ে, শরীরে মেখে। (কোন ময়লা বুঝছেন নিশ্চয়ই)।
অনেক চেষ্টা করেও উপায় না পেয়ে ফেসবুকের শরনাপন্ন হলাম। কারও অনিষ্ট কাম্য নয়। শুধু রোগী যাতে ঠিকমত ন্যূনতম মানবিক সেবা পায় সেটাই কাম্য। আমরা আজ চলে যাচ্ছি অন্য হাসপাতালে। অন্য রোগিদের সাহায্য করুন। যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার জন্য পোস্ট এর শেয়ার কাম্য।
Leave a Reply