সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সারাদেশে শুক্রবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের ১১ হাজার ৩০২ সদস্য। তাদের মধ্যে ৭ হাজার ৩২৭ পুলিশ সদস্য পুরোপুরি সুস্থ হয়েছেন বলে পুলিশ সদর দপ্তর সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, সুস্থ হওয়া অধিকাংশ পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিয়েছেন। এ পর্যন্ত ৪৪ জন পুলিশ সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন। ১২ হাজার ২৬ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে রয়েছেন এবং ৪ হাজার ৬৭৩ জন চিকিৎসাধীন রয়েছেন। মোট আক্রান্তদের মধ্যে ২ হাজার ৩১৮ জন ডিএমপিতে কর্মরত বলে সূত্রটি জানিয়েছে।
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৯৬৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ১১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। প্রথম করোনা শনাক্তের ১১৮তম দিনে এসে দেশে মোট এক লাখ ৫৬ হাজার ৩৯১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন আরো এক হাজার ৬০৬ জন। মোট সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৪৮ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।
Leave a Reply