বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রথম ধাপেই প্রাণঘাতী করোনার টিকা নিতে পারেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মেয়র সাদিক এমন ইঙ্গিত দিয়ে বলেন, ইতোমধ্যে বরিশাল নগরীর জন্য ১০ হাজার টিকা এসে পৌঁছেছে।
বিসিসির এনএক্স ভবনে সংবাদ সম্মেলনে মেয়র সাদিক বলেন, নগরীতে ১৭টি করোনার টিকা প্রদানের বুথ থাকবে। এর মধ্যে শেরে বাংলা মেডিকেলে (শেবাচিম) ৮টি, জেনারেল হাসপাতালে ৮টি এবং পুলিশ হাসপাতালে ১টি। আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় শেবাচিম হাসপাতালে এ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।
প্রথম ধাপে সম্মুখযোদ্ধা ডাক্তার, নার্স, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্যাটাগেরীর ব্যক্তিরা টিকা পাবেন। টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন কাকে দিয়ে শুরু হতে পারে এবং মেয়র নিজে কোন পর্যায়ে আছেন এমন প্রশ্নের জবাবে মেয়র সাদিক বলেন, চিকিৎসক পিযুষ কান্তি দাসকে টিকা প্রদান করে এর উদ্বোধন করা হবে। সবার মতো আমি নিজেও টিকা গ্রহণের জন্য নিবন্ধনের প্রথম তালিকায় আছি।
মেয়র সাংবাদিকদের বলেন, করোনার টিকা নিয়ে আতংকের কিছুই নেই। নিবন্ধন অনুযায়ী সাধারণ নাগরিকরাও এই ১০ হাজার এর মধ্যে টিকা পেতে পারেন।
তিনি গণমাধ্যমকে বিভ্রান্তি ও গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অপপ্রচার চলছে। সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, বরিশাল সিভিল সার্জন ডা: মনোয়ার হোসেন, বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মতিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply