বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রাণঘাতী কভিট-১৯ করোনার চলমান পরিস্থিতিতে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস স্টান্ডে কর্মস্থলে যোগদান করার জণ্য ঢাকাগামী যাত্রীদের লাইন ও ভীড় দেখা গেছে। অভ্যন্তরীন ও দূরপাল্লার বাস, মাইক্রোবাস বন্ধ থাকায় সব বাঁধা উপেক্ষা করে বিকল্প পথে ছুটছে মানুষ।
ঢাকাগামী যাত্রীদের সাথে কথা বলে জানাগেছে, সরকার ছুটি ঘোষণা করার পর তারা দেশের বাড়িতে ফিরেছিল। তবে আগামী কাল ৫ এপ্রিল থেকে গার্মেন্টস ও কতিপয় বেসরকারী কোম্পানীর অফিস খেলার ঘোষণা দিয়েছে। এখন তাদের চাকুরী টিকিয়ে রাখতে হলে এভাবে কষ্ট করে কখনো পায়ে হেটে, ট্রাকে চেপে আবার ভাড়ায় চালিত হোন্ডাযোগে অতিরিক্ত বাড়তি ভাড়া গুনে তবেই গন্তব্যে যেতে হচ্ছে।
এদিকে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করা নগর গোয়েন্দা পুলিশের এসআই সুজিত কুমার বলেন, তারা চেষ্টা করছেন যাতে করে মানুষের ভিড় না হয়। বরিশাল নগরী সহ নয়, জেলার অনান্য উপজেলায় থাকা বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছে।
Leave a Reply