সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সারাদেশের অধস্তন আদালতের ২৬ জন বিচারকসহ সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের ৯৭ কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকাজ পরিচালনা ও দায়িত্ব পালনের সময় ২৩ জুন পর্যন্ত অধস্তন আদালতের ২৬ জন বিচারক, সুপ্রিম কোর্টের ২৬ জন কর্মচারী ও অধস্তন আদালতের ৭১ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর আগে ২০ জুন সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সারাদেশের অধস্তন আদালতের ২০ জন বিচারক, সুপ্রিম কোর্টের ২৪ জন কর্মচারী ও অধস্ত আদালতের ৫৯ জন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন আরো ৬ জন বিচারক।
Leave a Reply