রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে, যাদের ১৫ জনই ঢাকা বিভাগের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫২২ জনের। মঙ্গলবার (২৬ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১৬৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৫১ জনে।
গত ২৪ ঘণ্টার মৃত্যুর বিশ্লেষণে তিনি বলেন, ২১ জন মৃতের মধ্যে ঢাকা সিটিতে তিনজন ও ঢাকা জেলায় সাতজন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলায় সাতজন রয়েছেন। তাদের মধ্যে মুন্সীগঞ্জ জেলায় একজন, নরসিংদীতে একজন, মানিকগঞ্জে একজন, গাজীপুরে একজন রয়েছেন। সব মিলিয়ে ঢাকা বিভাগের ১৫ জন মারা গেছেন।
ঢাকার বাইরে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার একজন এবং চট্টগ্রাম জেলায় একজন রয়েছেন। এছাড়া কক্সবাজারে একজন, কুমিল্লায় দুজন, পিরোজপুরে একজন এবং ঝালকাঠিতে একজন মারা গেছেন বলে জানান ডা. নাসিমা।
তিনি বলেন, মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং সাতজন নারী। মৃতদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২০ জন এবং বাসায় মারা গেছেন একজন।
Leave a Reply