সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামনের সারিতে থেকে কাজ করে আসা বাংলাদেশ পুলিশ বাহিনীর ২ হাজার ৬২১ জন সদস্য মারাত্মক এই ভাইরাসটি দ্বারা আক্রান্ত হয়েছেন।
সংক্রামক এই ব্যাধিতে গত ২৯ এপ্রিল ডিএমপির ওয়ারী থানার কনস্টেবল জসিম উদ্দিনের মৃত্যুর পর গত ১৯ দিনে আরও ৯ জন পুলিশ সদস্য মারা গেছেন।
আক্রান্তদের মধ্যে ১ হাজার ৯৭ জনই ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য।
পুলিশ হেডকোয়ার্টারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করে পুলিশের ৬৪ সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মোট আক্রান্ত সদস্যদের মধ্যে ৪১০ জন ইতোমধ্যেই সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন। ৩ হাজার ৩৯৫ জন হোম কোয়ারেন্টিনে আছেন এবং ১ হাজার ২১০ জন আছেন আইসোলেশনে।
সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত সারাদেশে ২৩ হাজার ৮৭০ জন মানুষের শরীরে শনাক্ত হলো ভাইরাসটি। এরমধ্যে মারা গেছেন ৩৪৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৩৪৩ জন।
Leave a Reply