বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কমিশন বানিজ্যের কারণে বরিশালে নির্মিত সরকারি বহুতল ভবন টেকসই হচ্ছেনা। অভিযোগ রয়েছে, সরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের যোগসাজশেই ঠিকাদার কমিশনের বিনিময়ে নিম্নমানের কাজ করে। ফলে, কমে আসছে ভবনের স্থায়িত্বকাল। এতে করে নির্মান ব্যয়ের সাথে সাথে ভবনগুলোর ঝুঁকি বাড়ায়, ক্ষতির মুখে পড়ছে সরকার। এ থেকে রক্ষা পেতে নির্মান কাজ তদারকিতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে সুশীল সমাজ।
বরিশাল সিটি কর্পোরেশন থেকে শুরু করে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্য প্রকৌশল দপ্তরের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বহুতল ভবনগুলো তদারকির অভাব ও কমিশন বানিজ্যের কারনে টেকসই হয়নি। গত বছরের অক্টোবরে নগরীর সিএন্ডবি কলোনীর ৪৩ শতক জমির উপর প্রায় সোয়া ১৩ কোটি টাকা ব্যয়ে চারতলা মডেল মসিজদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মান কাজ শুরু হয়। তিন মাস পর, এখন প্রথম তলার ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে। তদারকি না থাকায় এ কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা।সুত্র,এস এ টিভি
নির্মান সামগ্রীর গুনগত মান থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নকারী দপ্তরকে তদারকি করতে হবে বলে মনে করে নগরবাসী। বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের যোগসাজশে ঠিকাদার নিম্নমানের ভবন গড়ে বলে অভিযোগ করেন, টিআইবি’র এই সদস্য। এ ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরেছে গনপূর্ত বিভাগ।
লটারির মাধ্যমে কাজ পেয়ে মোটা অংকের টাকায় অযোগ্য ব্যক্তিদের কাছে বিক্রি করে দেয় ঠিকাদার। এ জন্যও কাজ মানসম্পন্ন হচ্ছে না বলে মন করে সংশ্লিষ্টরা।
Leave a Reply