শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়েছে। সোমবার সকাল দশটা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলে বিকেল চারটা পর্যন্ত নির্বাচন পরিচালনাকারী রিটার্নিং কর্মকর্তা ও বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বীথিকা সরকার জানান, আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে পাঁচটি ছাত্র অভিভাবক সদস্য পদে মোট আটজন পুরুষ ও দুইজন নারী প্রার্থী অংশগ্রহন করেন।
নির্বাচনে মোট ৯৩২ জন ভোটারের মধ্যে ৬২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে পুরুষ সদস্য পদে মোঃ ইচাহাক, আশ্রাব মাহামুদ হিরু, মোঃ ফারুক হাওলাদার, মোঃ মন্টু মোল্লা ও মহিলা আসনে মোসাঃ লায়লা পারভিন বিজয়ী হয়েছেন। শান্তিপূর্ন ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি স্থানীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন কে কেন্দ্র করে হঠাৎ অশান্ত হয়ে উঠছিলো আগরপুরের জনপদ। কিন্তু আইন শংখলা বাহিনীর কঠোর অবস্থানের কারনে শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করা হয়।
Leave a Reply