রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভৈরবে মেঘনা নদীতে কচুরিপানার সঙ্গে ভেসে এলো এক দিন বয়সী মেয়ে নবজাতকের মরদেহ। বুধবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টায় নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে ভৈরব নৌ থানা পুলিশ।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে ভৈরব শহরে ভৈরব আশুগঞ্জ খেয়া পারাপারের মাঝিরা কচুরিপানার মাঝে নবজাতকের মৃতদেহ ভাসতে দেখে নৌ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ধারণা করা হচ্ছে, একদিন বয়সী এই নবজাতককে জন্মের পর পরই জীবিত/মৃত মেঘনা নদীতে ফেলে দিয়েছে। ফলে নদীর স্রোতে কচুরিপানার সঙ্গে ভেসে ভৈরব খেয়া ঘাটে ভিড়ে।
ভৈরব নৌ থানা পুলিশের এস আই রাসেল মিয়া জানান, মাঝিদের মোবাইল ফোনে খবর পেয়ে মেঘনা নদীর ভৈরব খেয়া ঘাটে কচুরিপানার সঙ্গে ভাসমান একটি নবজাতকের মৃতদেহ উদ্ধার করি। নবজাতকটি মেয়ে এবং একদিন বয়সী। তার নাড়িও কাটা হয়নি।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে ভূমিষ্ঠের পরপরই নদীতে ফেলা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে নবজাতকটি মৃত নাকি জীবিত নদীতে ফেলা হয়েছে।
তারপরই প্রকৃত রহস্য বের হয়ে আসবে। সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান রাসেল মিয়া।
Leave a Reply