বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের পুলিশ সুপারের অফিসিয়াল ফেসবুক নকল করে লোকজনের সঙ্গে প্রতারণার অভিযোগে আব্দুল হান্নান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
এ অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে কিশোরগঞ্জ সদর থানায় মামলার পর গত ৫ সেপ্টেম্বর বরগুনার আমতলি থেকে গ্রেফতার করা হয় তাকে। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।আব্দুল হান্নান বরগুনা জেলার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের নাসির প্যাধার ছেলে।
জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি জানান, গ্রেফতার আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে পুলিশ সুপারের ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে একই রকম আরেকটি ফেসবুক আইডি খুলে চালিয়ে আসছিল। ওই আইডি থেকে ধনী ব্যক্তি ও নারীদের সঙ্গে প্রতারণা করে আর্থিক সুবিধা আদায় করে আসছিল সে। এ ধরণের অভিযোগ পেয়ে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করে ওই যুবককে শনাক্ত করে।এসপি আরও জানান, গ্রেফতার যুবক ডিজিটাল প্রতারণা চক্রের সদস্য। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালতের বিচারক আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Leave a Reply