মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: ২০২০ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণের কার্যক্রম আগামী ৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের। আর ১৪ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরমপূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি টেস্ট পরীক্ষার ফলাফল আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসএসসি পরীক্ষার ফরমপূরণের এ তথ্য জানা গেছে।
ওই বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, আগামী ৭ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল শিক্ষার্থীরা। এছাড়া বিলম্ব ফি সহ ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত এসএসসির ফরমপূরণ করতে পারবেন পরীক্ষার্থীরা।বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় ১৭ নভেম্বর। ১০০ টাকা বিলম্ব ফি সহ ফি ২৪ নভেম্বর পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে- এসএসসি পরীক্ষার ফরমপূরণের বিস্তারিত প্রক্রিয়া।
Leave a Reply