শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ এক কিশোরীকে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করানোর অভিযোগ পাওয়া গেছে বাবা-মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা, মাসহ তিনজনের নামে লিখিত অভিযোগ করার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে তাদের গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরের ১৫ নম্বর ওয়ার্ডে। অভিযোগকারী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
লিখিত অভিযোগে কিশোরী উল্লেখ করে, তার মা ও বাবা বাসায় বসে বিভিন্ন মাদক ও দেহ ব্যবসা করেন। তাদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। পাশাপাশি তারা দুজন একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছেন। বেশ কয়েক মাস ধরে ওই কিশোরীকে দেহ ব্যবসায় বাধ্য করতে নানাভাবে চাপ দিচ্ছিলেন তারা। কিন্তু কিশোরী তাতে অস্বীকৃতি জানালে প্রতিনিয়তই নির্যাতন করতেন বাবা ও মা।
কিশোরীর অভিযোগ, মহামারি করোনার সময় মা বিভিন্ন ছেলেদের ফোন নম্বর সংগ্রহ করে তাকে দিতেন এবং মারধর করে জোরপূর্বক ছেলেদের সঙ্গে কথা বলিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন। চলতি বছরের জুন মাসে মা নগরীর এক ব্যবসায়ীর বাসায় নিয়ে একটি কক্ষে আটকে রাখেন ওই কিশোরীকে। পরে ওই ব্যবসায়ী তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ করে কিশোরী।
কিশোরীর দাবি, গত জুন থেকে অক্টোবর পর্যন্ত তাকে ১২৫ বার যৌন নির্যাতন করেছেন ওই ব্যবসায়ী। এ ঘটনায় সরাসরি সহযোগিতা করেন কিশোরীর বাবা ও মা।
ভুক্তভোগী ওই কিশোরীর অভিযোগ, বিষয়টি তার বড় বোন ও দুলাভাইকে জানালে তাদের হাত-পা ভেঙে মাদকসহ পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
মেয়েটির বড় বোন অভিযোগ করেন, তাকেও তার মা দেহ ব্যবসায় বাধ্য করতে চেয়েছিলেন। পরে তিনি একটি ছেলেকে বিয়ে করে রক্ষা পান।
শনিবার বিকেলে ওই কিশোরী ঘর থেকে পালিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানকে বিস্তারিত জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। পরে বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ শনিবার রাতেই অভিযান চালিয়ে কিশোরীর মা-বাবা এবং অভিযুক্ত মধু ব্যবসায়ী আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করে।
রোববার তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলে পুলিশ অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম রোববার দুপুরে বলেন, ওই কিশোরীর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে ওই মামলায় তিনজনকে গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply