একজন প্রধানমন্ত্রী, ১৮ কোটি মানুষ Latest Update News of Bangladesh

বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




একজন প্রধানমন্ত্রী, ১৮ কোটি মানুষ

একজন প্রধানমন্ত্রী, ১৮ কোটি মানুষ

একজন প্রধানমন্ত্রী, ১৮ কোটি মানুষ




এম.কে. রানা ॥ আমাদের বাংলাদেশ। স্বপ্নের বাংলাদেশ। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানী বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। বিশ্বের বুকে লাল সবুজের মানচিত্র আজও জ্বল জ্বল করছে।

 

সেই স্বাধীন রাষ্ট্রের সরকার প্রধান এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর তাকে সহযোগিতা করছেন বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও এমপিগণ।

 

তবে বৈশ্বিক মহামারী করোনা সক্রমনে সমগ্র বিশ্ব যখন দিশেহারা তখনই একটি চক্র ফায়দা লুফে নিচ্ছেন বা নেওয়ার চেষ্টা করছেন। স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ব্যতীত দায়িত্বশীল কেউ ওই চক্রটিকে বাধা প্রদান করছেন না। উল্টো ওই চক্রটির অসৎ কর্মকান্ড প্রকাশ পাওয়ার সাথে সাথেই একটি বিবৃতি দিয়ে ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ করছেন।

 

অথচ তারা বুঝতে পারছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় যে সুনাম অর্জন করেছেন তা ক্ষুন্ন হচ্ছে। তবে কি এই ১৮ কোটি মানুষের সকল দায়িত্ব একমাত্র প্রধানমন্ত্রীর? সরকার প্রধানতো আর একা দেশ পরিচালনা করছেন না।

 

 

আমরা জানি, সব শ্রেণি পেশার মানুষের জন্যই মন্ত্রী ও মন্ত্রণালয় রয়েছে। যেমনঃ কৃষকদের জন্য কৃষি মন্ত্রণালয়, শ্রমিকদের জন্য শ্রম মন্ত্রণালয়, শিক্ষক ও ছাত্রদের জন্য শিক্ষা মন্ত্রণালয়, প্রতিবন্ধীদের জন্য সমাজসেবা মন্ত্রণালয়, নারী ও শিশুদের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। একই ভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ইত্যাদি।

 

 

বর্তমানে বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে। যার প্রভাব আমাদের দেশেও পড়েছে। ইতোমধ্যে করোনা ভাইরাসে দেশে মৃত্যুর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে, আর আক্রান্ত প্রায় দুই লাখ ছুঁই ছুঁই।

 

 

করোনা আক্রান্তদের স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি এই মহামারীর মধ্যে ত্রাণ বিতরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মানুষকে সচেতন করা, স্বাস্থ্যবিধি অনুযায়ী মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখতে দেশের প্রত্যান্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করছে সরকার। যাতে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪টি জেলার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিনিয়ত সার্বিক কার্যক্রম মনিটরিং ও সমন্বয় করে যাচ্ছেন। যার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৪ জেলায় কোভিড-১৯ প্রতিরোধ ও ত্রাণ বিতরণসহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সরকারের ৬৪ জন সিনিয়র সচিব/সচিবকে দায়িত্ব দিয়েছেন।

 

 

এদিকে বৈশ্বিক মহামারী করোনাকে পুঁজি করে একটি চক্র সাধারণ মানুষের সাথে প্রতারণা শুরু করেন। সংবাদ মাধ্যমে উঠে এসেছে ত্রাণের চাল চুরির খবর, ন্যায্যমূল্যের পণ্য আত্মসাৎ, মাস্ক কেলেংকারি, নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, সর্বশেষ সরকারের পাশে থাকার নাম করে চুক্তিবদ্ধ হয়ে প্রতারণার আশ্রয় নেয় আলোচিত ‘রিজেন্ট হাসপাতাল’। যাতে করোনা প্রতিরোধের চেয়ে করোনা ভাইরাস ছড়িয়েছে ঢের বেশি। কেননা কোন পরীক্ষা ছাড়াই ভুল রিপোর্ট দেয়ায় যাদের শরীরে করোনা সক্রমণ ছিল তারাই হয়তো ভাইরাসটি ছড়িয়ে দিয়েছে বা এখনো দিচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD