শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চাঁপাইনবাবগঞ্জের সদরে একই রশিতে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার লক্ষীনারায়ণপুর পোড়াগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের (১নং ওয়ার্ড) শফিকুল ইসলামের ছেলে সুমন (২৪) ও তার স্ত্রী তাসরিন ওরফে তানজিল(১৮)। পুলিশের ধারণা, দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে ছাদের বাশের তীরের সাথে একই রশিতে ঝুলে দম্পতি এমন ঘটনা ঘটায়। স্থানীয়রা সন্ধ্যা ৬টার দিকে ওই ঘরের জানালা ভেঙে দম্পতির মরদেহ বের করার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্র (আইসি) ইনচার্য পরিদর্শক মাহবুবুর রহমান ও সদর থানার অফিসার ইনচার্য(ওসি) জিয়াউর রহমান জানান, কেন ওই দম্পতি একই দড়িতে ঝুলে এ কাজ করল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তারা জানান, ওই দম্পতি রোজা ছিল ও দুপুরে ঘরে বিশ্রামে যায়। বিকেলে ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় দম্পতির ঘরের জানালা ভেঙে তাদের মরদেহ বের করে। সুমন কৃষিকাজ করত। মাত্র কয়েকমাস পূর্বে দম্পতির বিয়ে হয়েছিল। এঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে ঈদের পূর্বের সন্ধ্যায় এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply