মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদী টোলপ্লাজায় যাত্রীবাহী বাস ও জ্বালানী ট্যাংকার মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত ২ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী থেকে একটি যাত্রীবাহী একটি বাস (যশোর-ড ১১-০৪৪৮) সুরেস্বর দরবার শরীফ যাচ্ছিলো। বেলা ১২টার দিকে উজিরপুরের ইচলাদি টোলপ্লাজা অতিক্রমকালে বাসটি তাড়াতাড়ি যাওয়ার জন্য টোলের উল্টোপাশের লেনে প্রবেশ করে।
এ সময় মাদারীপুর থেকে ঢাকাগামী একটি জ্বালানীবাহী ট্যাংকারের (ঢাকা মেট্রো ১১- ২২০৬) সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে ট্যাংকটির পেছনে আরেকটি বাস (ফরিদপুর ব-০২২১) আঘাত করে। দুর্ঘটনায় বাস দুটি এবং ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় বাস ও ট্যাংকারের চালক ও হেলপার এবং যাত্রীসহ অন্তত ২০ জন। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত বাস ও ট্যাংকার অপসারন করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে বলে জানান উজিরপুর থানার এসআই মানিক। আহতদের মধ্যে গুরুতর ২ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল এবং অন্যান্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা পাঠানো হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি আটক করেছে।
Leave a Reply