বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুর উপজেলায় মাদ্রাসার ভ্যান খালে পড়ে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হলো- লামিয়া (০৭) ও আবদুল্লাহ (০৭)।মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলা সদরের মুলপাইন এলাকায় মুলতান দারুসসুন্নাত মাদ্রাসার ভ্যানটি এ দুর্ঘটনায় পড়ে। এসময় আহত হয়েছেন অন্তত ১৪ জন।
নিহতরা হলো- উজিরপুরের মুলপাইন এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের মেয়ে লামিয়া ও সাকরাল এলাকার সেলিম হাওলাদারের ছেলে আবদুল্লাহ। দুজনই মুলপাইন দারুস সুন্নাত মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, বরিশালের উজিরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বহনকারী ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়।এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply