শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে পেয়ারা বোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহী মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্র চালক মোঃ মিলন সিকদার (৩২) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন এক মাহিন্দ্র যাত্রী। তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সীমান্তবর্তী ক্রসফায়ার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন্দ্র চালক মিলন বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের আশ্রাব সিকদারের ছেলে।
উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানিয়েছেন, বরিশাল থেকে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি পেয়ারা বোঝাই ট্রাক মহাসড়কের ওই দুর্ঘটনাস্থল অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় মাহিন্দ্র চালক মিলনসহ এক যাত্রী। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে চালক মিলনের মৃত্যু হয়। তবে প্রাণে বেঁচে গুরুতর আহতাবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক যাত্রী।
ওসি আরও জানান, নিহত মাহিন্দ্র চালক মিলনের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই অজ্ঞাতনামা ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় ট্রাক ও তার চালককে আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply