বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে এক লম্পটের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে ৭ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ১৪ জুলাই ভিকটিমের চাচা আনোয়ার হোসেন বেপারী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ধর্ষক শাহাবউদ্দিনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
জানা গেছে, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামের হতদরিদ্র মঞ্জু বেপারীর বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে (১৭) কে একই বাড়ির আজিজ বেপারীর ছেলে এক সন্তানের জনক লম্পট শাহাবুদ্দিন (২৬) বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ১০ মাস ধরে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে ওই কিশোরী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে।
গত ৮ জুলাই ওই কিশোরীকে তার বাবা-মা একই এলাকার শাখাওয়াত বেপারীর ছেলে মালেক বেপারী (৩০)’র সঙ্গে সামাজিকভাবে বিয়ে দেয়। বিয়ের দুই দিন যেতে না যেতেই নববধূ কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে তার খালা বরিশাল শহরে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, সে ৭ মাসের অন্তঃসত্ত্বা। পরে পুরো ঘটনাটি ভিকটিম তার বাবা-মায়ের কাছে খুলে বলেন। এদিকে এ বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
পরে ১৪ জুলাই কিশোরীর চাচা আনোয়ার বেপারী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে হতদরিদ্র ভিকটিমের পরিবার ও এলাকাবাসী ওই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, মামলা নেওয়া হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply