মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
থানা প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় বাড়ির ছাদে ফুলের টবে গাঁজা চাষ করার অভিযোগে মীর আরিফুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব। এ সময় ১ কেজি ১০০ গ্রাম ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে তাকে আসামি করে উজিরপুর থানায় মামলা করা হয়েছে।আটক মীর আরিফুর রহমান উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডুপাশা গ্রামের মীর আব্দুল হাইয়ের ছেলে।
র্যাব-৮ এর কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মীর আরিফুর রহমানের বাড়িতে অভিযান চালায় র্যাব-৮ এর সদস্যরা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আরিফুর রহমানকে ধাওয়া করে আটক করা হয়।
পরে ছাদের দক্ষিণ-পূর্ব কোণে ফুলের টবের মধ্য থেকে ১ কেজি ১০০ গ্রাম ওজনের গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে র্যাব-৮ এর বরিশাল সিপিএসসির ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরিফুর রহমানকে আসামি করে উজিরপুর থানায় মামলা দায়ের করেন।উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply