শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুর উপজেলায় হস্তিশুন্ড গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৩জন আহত হয়েছে বলে জানা গেছে।
আহত ২ পক্ষই উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ৩ জানুয়ারী হস্তিশুন্ড ঈদগাহ মার্কেটের পাশে ফকির বাড়ির সামনে পূর্ব শত্রুতার জের ধরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে ওই গ্রামের খায়রুল ইসলাম কবিরাজ (১৯) ও প্রতিপক্ষ সাইফুল সরদার (২০), এনামুল সরদার (১৮)আহত হয়।
তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। আহত সাইফুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন।
উভয় পক্ষই উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান, দুই পক্ষের অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply