শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল উজিরপুর উপজেলার ইসলাদী গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন মল্লিক দুলাল (৫৬) জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ ভূমিদস্যু মামুন মল্লিক গ্যাংয়ের বিরুদ্ধে প্রাণহানির আশঙ্কায় প্রশাসনের ন্যায় বিচার চেয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে।
দুলাল জানান, প্রায় দুই বছর ধরে পৈতৃক সম্পত্তি ও ক্রয়কৃত জমি নিয়ে পার্শ্ববর্তী মাদারশি গ্রামের মৃত হালিম মল্লিকের সন্তানদের সঙ্গে বিরোধ চলছিল। প্রতিপক্ষ হিসেবে তিনি উল্লেখ করেন—মো. আল মামুন মল্লিক, তার ভাই আলামিন মল্লিক, আল মাহামুদ, এবং বোনরা—জিন্নাতুল নেছা উর্মি, খালেদা আক্তার, শামিমা আক্তার সহ তাদের মা আলেয়া বেগম।
দুলাল লিখিত বক্তব্যে বলেন, তার পিতা ইসমাইল মল্লিক ১৯৮৬ সালে পুত্র হালিম মল্লিকের মাধ্যমে জমি হস্তান্তর করেছিলেন, তবে অতিরিক্ত জমি দলিলে দেওয়ায় পরবর্তীতে প্রতিপক্ষ তা নিয়ে মিথ্যা দাবি চালায়। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, প্রতিপক্ষের পূর্ববর্তী ওয়ারিশ ও ক্রয়কৃত জমি ধরা হয়ে আসলেও বিভিন্ন দলিল ও মিস কেসের মাধ্যমে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে দুলাল ও তার পরিবারের পক্ষে রায় হয়েছে।
দুলাল আরও জানান, প্রতিপক্ষরা জালিয়াতির কাগজপত্র তৈরি করে তহশিলদার ও সার্ভেয়ার অফিসে ভুয়া তথ্য উপস্থাপন করেছেন। এছাড়া সম্প্রতি ১৮ সেপ্টেম্বর প্রতিপক্ষ তার নামে নামজারি প্রতিবেদন প্রদানের প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করে এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ ও তাদের সহযোগীরা বিভিন্ন সময় হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছে।
সংবাদ সম্মেলনে দুলাল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ন্যায় বিচার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা দীর্ঘদিনের বৈধ মালিকানা ও দলিল সাপেক্ষে আমাদের জমি দখল করি। প্রতিপক্ষের ভয়ভীতি ও অনৈতিক হস্তক্ষেপ থেকে আমাদের রক্ষা করতে হবে।”
স্থানীয়রা বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছেন। প্রশাসনও এই ঘটনার তদন্ত এবং যেকোনো ধরনের হুমকি প্রতিহত করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
Leave a Reply