সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার কথা বলে বান্ধবীকে ডেকে নেন এক বন্ধুর বাসায়। এরপর দুই বন্ধু মিলে করেন ধর্ষণ। শুধু তাই নয়; বান্ধবীর আকুতির শব্দ বাইরে না পৌঁছাতে উচ্চশব্দে বাজিয়ে দেন হিন্দি গান।
এমন অভিযোগ এনে চট্টগ্রামে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। নগরীর আকবরশাহ থানায় মামলাটি করেন ভুক্তভোগী কলেজছাত্রীর মা।
অভিযুক্তরা হলেন- একই থানার জানারখীল এলাকার আরিফ চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া মমতাজ চৌধুরীর ছেলে রাকিবুল হাসান ওরফে আরিয়ান ও ফিরোজশাহ কলোনির ই/পি লেনের আবদুল বাতেন মেম্বারের ভবনের বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান আশিক রাব্বানী ওরফে বাবু। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলায় বলা হয়, ১১ ডিসেম্বর বই কিনতে বাসা থেকে বের হন ওই কলেজছাত্রী। ওই সময় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার কথা বলে তাকে বন্ধু বাবুর বাসায় ডেকে নেন আরিয়ান। সেখানে যাওয়ার পর পরিকল্পিতভাবে তাকে ধর্ষণ করেন আরিয়ান ও বাবু। একপর্যায়ে ওই ছাত্রীর আকুতির শব্দ বাইরে না পৌঁছাতে উচ্চশব্দে হিন্দি গান বাজিয়ে দেন তারা। এছাড়া ধর্ষণের কথা কাউকে বললে দেয়া হয় লাশ গুমের হুমকিও।
আরিয়ানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই কলেজছাত্রীর। তবে পরিবারের চাপে কিছুদিন আগে সেই সম্পর্ক ভেঙে যায় বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।
আকবরশাহ থানার ওসি জহির হোসেন বলেন, ভুক্তভোগী কলেজছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply