বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মাদকদ্রব্য ইয়াবা মজুদ রেখে বিক্রির দায়ে বরিশালে নুরে আলম বাবুল খান নামে আওয়ামী লীগের এক নেতাকে সাত মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইফতেখার আহমেদ আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত নুরে আলম বাবুল খান গৌরনদী পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৪ আগস্ট গোপন সংবাদে গৌরনদী মডেল থানার এসআই মো. শামছুউদ্দিন উপজেলার কাছেমাবাদ লালপোল সংলগ্ন হারুন শিকদারের চায়ের দোকানের সামনে থেকে বাবুল খানকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় একই দিন এসআই শামছুউদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে একই বছরের ২০ সেপ্টেম্বর বাবুল খানকে একমাত্র অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশিট দাখিল করেন এসআই মোশারেফ হোসেন খান।দীর্ঘ শুনানিতে আদালত মামলার তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।
Leave a Reply