সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, মাদক কেনা বেচার খবর পেয়ে সোমবার রাতে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার ফুল্লশী গ্রামের সুন্দর আলী পাইকের পুকুর পাড় থেকে ওই গ্রামের এনায়েত হোসেন পাইকেরে ছেলে লালন পাইক ও নোয়াপাড়া গ্রামের মজিবর হাওলাদারের ছেলে নুরুল ইসলাম (১৯) কে ১০পিচ ইয়বাসহ গ্রেফতার করেন।
ওই ঘটনায় মঙ্গলবার সকালে এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, নং-৫ (৫.৩.১৯)। অন্যদিকে পিএসআই আলমগীর হোসেন চাঁদত্রিশিরা গ্রামে অভিযান চালিয়ে কোটালীপাড়া থানার চোরখালী গ্রামের আবুল শেখের ছেলে আজিজুল শেখ (২০) কে গ্রঁজাসহ গ্রেফতার করে মামলা দায়ের করেছেন, নং-২। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply