শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশন (ইসি) ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করার পরিকল্পনা নিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানিয়েছেন, সংলাপের প্রথম পর্যায়ে শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। ইসির অনুমোদনের পর অংশগ্রহণকারীদের চিঠি পাঠানো হবে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, সংলাপের ধাপে ধাপে সময়সূচি নির্ধারণ করা হবে। এতে নারী সমাজের প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা অন্তর্ভুক্ত থাকবে।
ইসি সূত্রে জানা গেছে, সংলাপ শুরুর এক সপ্তাহ থেকে ১০ দিন আগে অংশগ্রহণকারীদের নোটিশ দেওয়া হবে। প্রথমে সুশীল সমাজ ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে সংলাপ শুরু হবে।
এছাড়া ইসি বর্তমানে ৫১টি রাজনৈতিক দলের নিবন্ধন নিশ্চিত করেছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শেষ করার উদ্যোগ গ্রহণ করেছে কমিশন।
নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
Leave a Reply