বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দিনাজপুরের খুচরা বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে দেশি কাঁচা মরিচের। প্রতি কেজি কাঁচা মরিচ ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৪০ টাকায়। বর্তমানে হিলি বাজারেও দেশি কাঁচা মরিচের সরবরাহ বেশি, দামও কম ।
অন্যদিকে ভারতীয় কাঁচা মরিচের দাম বেশি। তাই কাঁচা মরিচ আমদানি বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) দিনাজপুর শহরের বাহাদুর বাজার, গুদুরি বাজার পুলহাট ও নিউটাউন বাজারে কাঁচা মরিচ ২০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
বাজারে বিক্রেতারা একটু মজা করে চিৎকার করে ক্রেতাদের উদ্দেশে হাঁক দিচ্ছিলেন কাঁচা মরিচ বিষ! কাঁচা মরিচ বিষ।
প্রতিদিনের রান্নার কাজে ব্যবহৃত উপকরণ কাঁচা মরিচের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ। দেশি কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়াতে কমতে শুরু করেছে দাম, বলছেন ব্যবসায়ীরা।
পুলহাট এলাকার কাঁচামাল ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, প্রচুর মরিচ বাজারে আসছে। সকালে ২০ টাকা কেজি দরে বিক্রি হলেও বিকেলে তা আরো কমে যায়। একটু নিম্নমানের মরিচ ১০ টাকা কেজিও বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, দেশের বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের অনুমোদন পাওয়ার পর থেকেই বন্দর দিয়ে মরিচ আমদানি করা হচ্ছিল। কিন্তু বর্তমানে দেশীয় মরিচের সরবরাহ বাড়ায় দাম কমেছে। তাই ভারত থেকে আর কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে না।
Leave a Reply