বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আমাদের প্রতিটি ধর্মীয় সম্প্রীতির উৎসবে রয়েছে কল্যাণের বার্তা। আমাদের অসাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্য বিশ্ব নন্দিত ও স্বীকৃত। এই ঐতিহ্য থেকে অমাদের পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করে যারা পরিবেশ নষ্ট করতে চায় তারা কেউ শান্তিতে নেই।
বুধবার (১৩ অক্টোবর) রাতে নগরীর কাটপট্টি রোডস্থ চার্চ ওয়ার্ড সার্বজনীন পূজা মন্দিরে পরিদর্শন সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করীম। চার্চ ওয়ার্ড সার্বজনীন পূজা মন্দির পরিদর্শনকালে তাকে ফুলের শুভেচ্ছা জানান মন্দির কমিটির সভাপতি সন্তোষ রঞ্জন দত্ত ও সাধারণ সম্পাদক শোভন কুমার দাশসহ অন্যান্যরা।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি তমাল মালাকার, সাধারণ সম্পাদক চঞ্চল দাশ পাপ্পা, জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক মানিক মূখার্জী, গোপাল সাহা সহ বিভিন্ন পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে পূজা মন্ডপ কমিটি সহ সকল পূজারীদের ফলমূল ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ কমিশনার।
Leave a Reply