শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেন,প্রানঘাতি নভেল করোনা ( COVID-19) ভাইরাস থেকে রক্ষা পেতে হলে আমরা সবাই বাড়িতে থাকবো নিজে বাঁচবো অন্যকে বাঁচাবো।
মুখে মাস্ক ব্যাবহার করে মুখ ঢেকে রাখুন,হাঁচি কাশির মাধ্যমে করোনার বিস্তার রোধে টিস্যু ব্যাবহার করুন। অযথা বাহিরে ঘোরাফিরা করা থেকে বিরত থাকুন। মুদি দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার সময় কমপক্ষে তিনফুট দুরত্ব বজায় রাখুন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না।
রবিবার সকাল ১০:০০ ঘটিকায় বরিশাল নগরীর প্রবেশ দ্বার নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রহমতপুর বিমানবন্দর এলাকা পর্যন্ত নভেল করোনা (COVID-19) ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় পুলিশের বিশেষ মহড়ার সময় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন,কেউ বাহিরে বের হলে ২০ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত সাবান পানি দিয়ে দুই হাত ভাল ভাবে ধৌত করে নিবেন। করোনা রোধে ভিটামিন সি যুক্ত ফলমুল বেশী পরিমানে খাবেন। পর্যাপ্ত পরিমান পানি পান করবেন। আতংকিত না হয়ে সচেতন হয়ে নিজ নিজ ঘড়ে অবস্থান করে এ রোগের ভয়াবহতা থেকে নিজে বাঁচুন। আমাদের প্রিয় দেশকে বাঁচাতে সহায়তা করুন।
এসময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ রবিউল ইসলাম শামিম, সহকারী কমিশনার ট্রাফিক (উত্তর) এএফএম ফায়েজুর রহমান,অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা মোঃ জাহিদ বিন আলম। পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
Leave a Reply