বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ উন্নত-সমৃদ্ধ দেশ গড়ে তুলতে তরুণদের সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছেন সিআরআইয়ের ভাইস চেয়ারপারসন, অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন।
রোববার সন্ধ্যায় সেন্টার ফর রিসার্স অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা আয়োজিত তিন দিনের সাত পর্বের সিরিজ ‘লেটস টক’ অনুষ্ঠানের সমাপনী পর্বে এ কথা বলেন সায়মা ওয়াজেদ হোসেন।
বঙ্গবন্ধুর নাতনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা তরুণদের উদ্দেশে বলেন, আমরা চাই তরুণরা যেন দেশের জন্য কাজ করে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।
তরুণ বয়স থেকেই দেশের ও মানুষের কল্যাণে কাজ করতে করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে একটি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হয়েছিলেন সে কথা তুলে ধরেন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।
কম বয়সী হলেই কম জানবে এমন চিন্তাভাবনায় পরিবর্তন আনার আহ্বান জানিয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত সায়মা ওয়াজেদ বলেন, কমবয়সী হলে কম জানবে.. এটা কিন্তু ঠিক না। কমবয়সী হলেও অনেকে অনেক জানে, পথ দেখিয়ে দিতে পারে। এটা আমাদের দেশের ইতিহাসেই আছে।
তরুণদেরকেও আগামীর জন্য নিজেদের প্রস্তুত করার পরামর্শ দিয়ে সায়মা ওয়াজেদ হোসেন বলেন, একটা বড় জিনিস, যেটা নিয়ে কথা হলো, এডুকেশন সেক্টর। আমাদের এডুকেশনের যে ধারা আছে, কিসের জন্য ইয়ুথকে লেখাপড়া শেখাচ্ছি, স্কুলে দিচ্ছি, তারা কি তাদের জন্য রেডি কি না, তারা ওখানে কী শিখছে? জাস্ট লেখাপড়া শিখছে, না ভ্যালুজ শিখছে? কীভাবে অ্যাসেন্স অব ন্যাশনালিজম, কীভাবে দেশের জন্য কন্ট্রিবিউট করবে, কীভাবে কমিউনিটি এনভলভমেন্ট হবে? এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, আর এই জিনিসগুলো করা উচিৎ।
অষ্টম পঞ্চবাষির্কী পরিকল্পনা চুড়ান্ত করার আগে পর্যালোচনা করে নিজেদের মতামত দিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদের সামনে অষ্টম পঞ্চমবার্ষিকী পরিকল্পনা রয়েছে। ওয়েবে আছে। সেখানে তরুণ যারা রয়েছেন তাদের বলবো ক্রিটিসাইজ করুন, প্রস্তাব দেন, তারা সাহসী প্রস্তাব দেন। আমরা আমাদের পরিকল্পনায় আপনাদের মতামতও অন্তর্ভুক্ত করব।
আগামীর জন্য নিজেদের প্রস্তুত করতে তরুণদের আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন বিশ্ব দেখা যাচ্ছে। আমাদের তরুণদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে।
Leave a Reply