মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীর চাওড়া ইউপির জাটকা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে চাওড়া ইউপির বৈঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চাওড়া ইউনিয়নের জাটকা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে ৩৯০ জন জেলেকে ৪০ কেজি করে চাল বিতরনের উদ্ধোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, চাওড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আখতারুজ্জামান বাদল খান, আমতলী থানার এএস আই আমিরুল ইসলাম প্রমূখ।
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, আমতলীর চাওড়া ইউনিয়নের জাটকা ইলিশ আহরণে বিরত থাকা ৩৯০ জন জেলের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
Leave a Reply