মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস । বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা।’ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানী দিয়েছেন। বিশ্বে লিঙ্গ বৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এই দিবসটি পালন করা হয়।এর পর থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে।
মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা, চিকিৎস সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, বাল্যবিয়ে ইত্যাদি রোধে কার্যকর ভূমিকা পালনের জন্য এ দিসবটির সূচনা হয়
Leave a Reply