মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ আনুষ্ঠানিকভাবে শুভমুক্তি পেলো বরগুনা জেলার ভৌগলিক পরিচয় ও গৌরবোজ্জ্বল গাঁথা নিয়ে রচিত ‘বরগুনা জেলা ব্র্যান্ডিং সং’।
বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সোমবার (২২ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বরগুনা জেলা ব্র্যান্ডিং সং’ এর শুভমুক্তি ঘোষণা করেন ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর হোসেন সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জালাল উদ্দীন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুজ্জামান মুনির, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ প্রমুখ।
নদ-নদী ও সমুদ্রের নৈসর্গিক লীলাভূমি দক্ষিণের জেলা বরগুনা। একদিকে যেমন শ্যামল সবুজ ছায়ার কোমল পরশ, অপরদিকে বিস্তৃত বঙ্গোপসাগর। বরগুনায় এমন কিছু স্থান রয়েছে, যেখানে এলে দেখা যাবে পৃথিবীখ্যাত মায়াবী চিত্রল হরিণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবন যাপন, উপকূলীয় মানুষের জীবনযুদ্ধ। যা যে কাউকে মুগ্ধ করবে। একই সাথে প্রকৃতির এমন সব বাহারি সৌন্দর্যের সমাহার খুব কম জায়গায়ই মেলে।
এছাড়াও রয়েছে বরগুনার মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে উপকূলীয় এলাকার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নবম সেক্টরের অধীনে সংগঠিত মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।
বরগুনার এসব প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা উঠে এসেছে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র নির্দেশনায় নির্মিত ‘বরগুনা জেলা ব্র্যান্ডিং সং’ এর গানের কথায়।
কথা লিখেছেন লেখক ও সাংবাদিক রুদ্র রুহান, সূর করেছেন সিরাজুল ইসলাম পলাশ। মিউজিক কম্পোজ করেছেন মিন্টু চৌধুরী।
গানে কন্ঠ দিয়েছেন- নিঝুম মাহিয়ান, সিরাজুল ইসলাম পলাশ, পূরবী শীল, বাবুল। এছাড়া গানটির ভিডিও চিত্র নির্মাণ করেছেন সময় টিভির বরগুনা নিজস্ব প্রতিবেদক এমএ আজিম।
পরে ‘ব্র্যান্ডিং সং’এর সাথে সংশ্লিষ্ট সকল শিল্লী ও কলাকুশলীদের হতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক।
তিনি বলেন, ‘বরগুনা একটি প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত পর্যটনের অপার সম্ভাবনাময় জনপদ। আমরা গানের কথায় ও চিত্রায়ণে জেলার ইতিহাস ঐতিহ্য ও সৌন্দর্য তুলে আনার চেষ্টা করেছি। আমাদের ইচ্ছে ছিল আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ গানটির প্রকাশ করবো। কিন্ত বৈশ্বিক মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশসহ গোটা দুনিয়া। এ অবস্থায় স্বল্পপরিসরে আমরা ভার্চুয়ালে গানটি রিলিজ করেছি।
Leave a Reply